যখনই কেউ উপভোগ্য কোনো বস্তু দেখে তখন ডোপামিন নিঃসৃত হয় জানান দেয় সেটা উপভোগ করার জন্য, ফলে আপনি আনন্দ পান। পর্ণ দেখার সময় আপনি অনেক দৃশ্য দেখতে পাবেন ফলে আপনার ডোপামিন নিঃসৃত হবে বড় আকারে। সেই সাথে আপনি অত্যন্ত উত্তেজিত হবেন।
এভাবে প্রতিবার পর্ণ দেখতে গিয়ে মস্তিষ্কে অতিরিক্ত তড়িৎ প্রবাহের কারনে ডোপামিন নিঃসৃতকারী কিছু রিসেপ্টর নষ্ট হয়ে যায়। পরবর্তীতে ওই পরিমান ডোপামিন নিঃসৃত করার জন্য শুধুমাত্র একটা উপায়ই থাকবে। সেটা হলো বেশি বেশি পর্ণ দেখা।
ছোটখাট আনন্দের কাজকে আপনি উপভোগ করতে পারবেন না, ফলে সারাক্ষন অবসাদ গ্রস্থতার ভেতর কাটাতে হবে। কারন কিছু রিসেপ্টর নষ্ট হয়ে গেছে, তাই তারা পূর্বের মত ডোপামিন নিঃসরণ করতে পারবে না, আপনিও স্বাভাবিক আনন্দ পাবেন না। তখন আনন্দ লাভের জন্য আপনাকে ঘুরে ফিরে পর্নের কাছেই দ্বারস্থ হতে হবে। কারন আপনার চাহিদা অনুযায়ী ডোপামিন তৈরি করা সম্ভব একমাত্র বেশি পর্ণ দেখে। এভাবে প্রতিবারই আপনার রিসেপ্টর নষ্ট হবে আর আপনি ঝুকে পড়বেন পর্নের ভেতর। এমন একটা সময় আসবে যখন পর্ণ দেখেও আপনি নিজের প্রবৃত্তির চাহিদা মেটাতে পারবেন না। কেননা পর্ণোগ্রাফির কারনে যে পরিমান ডোপামিন উৎপন্ন হত সেই পরিমান ডোপামিন উৎপন্ন করতে পারে এমন সব ভয়ঙ্কর কাজ করতে আপনি বাধ্য হবেন। অবসাদগ্রস্থতার ভেতর দিয়ে আপনি নিশ্চয়ই বাঁচতে চাইবেন না। আপনার প্রয়োজন সুখ আর সেটা অর্জন করার জন্য স্বাভাবিক কাজে কোনো ফলাফল পাবেন না।
বিকৃত যৌন আচরণ, মাদক গ্রহণ, চরম নাশকতামূলক কাজকর্মের প্রতি আপনি আকর্ষিত হবেন। অর্থাৎ, পর্ণ দেখার ফলে সর্বশেষে আপনি মানসিক বিকারগ্রস্থে পরিণত হবেন। নিয়মিত পর্ণ দেখা ব্যক্তিরা বলেছেন, পর্ণ দেখার কারনে ধীরে ধীরে তারা যৌনতা নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এছাড়াও দাম্পত্য জীবনে এর ভয়ঙ্কর প্রভাব রয়েছে। পশ্চিমাবিশ্বে ডিভোর্স হওয়ার একটা বড় কারণ পর্ণোগ্রাফিতে আসক্তি। এর প্রভাব যে শুধু মানসিক ক্ষেত্রেই হবে তা না, শারীরিক ক্ষেত্রেও মারাত্মক প্রভাব ফেলবে।
BigganbortikaOrg
No comments:
Post a Comment