Saturday, 14 September 2019

90 দিনের মধ্যে কীভাবে বিক্রয় পাবেন

বর্তমানে মার্কেটে অনেক অনেক অনেক এফিলিয়েট প্রোগ্রাম রয়েছে, কিন্তু আমরা শুধু amazon.com নিয়েই এগিয়ে যাব কারণ, No East No West, Amazon is the Best.   Requirements to Start: #দশ হাজার টাকা।  #নুন্যতম দশ ঘন্টা প্রতি সপ্তাহে।  #কন্টেন্ট বিশ্লেষণ করার যোগ্যতা।   যদি আরো বেশি অর্থ ইনভেস্ট করে কাজ শুরু করা যায় তাহলে নিশ্চই ফলাফল আরো অনেক ভালো হবে, তবে নতুন দের জন্য এই Strategy ই আমার নিকট সর্বাধিক গ্রহণযোগ্য বলে বিবেচিত। কারণ আমি এমন একটা বিসয়ে হুট করে এক লক্ষ্য টাকা ইনভেস্ট করার সিদ্ধান্ত নিতে আগ্রহী হব না যেখান থেকে আমি এক পয়সাও পাইনি। সবার নিকট এই Strategy সম্পর্কে আলোকপাত করার পূর্বে এই কথা জানিয়ে রাখা ভালো মনে করছি যে, এই Strategy ফলো করার জন্য কোনো বিসেসায়িত বিসয়ে (Web Design/Graphic Design/PhP) অতি পারদর্শী হবার প্রয়োজন নাই আর এটা ফলো কার খুবই সহজ।  The aim of this Strategy is to Teach You:   #How to choose a profitable Niche.  #How to create your first website.  #How to research keywords.  #How to write content.  #How to drive traffic to your website.  #How to get $300/month regularly within 180 Days. AnD  #How asset value works so you can sell the website after 12 months.   যদি আগামী ছয় মাসের ভিতরে আপনি নিজেকে একজন সফল অনলাইন মার্কেটার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এবং প্রতি মাসে নুন্যতম ৩০০ ডলার আয় করতে চান তাহলে পরবর্তী স্টেপ গুলো ধারাবাহিক ভাবে ফলো করুন। এটা নিশ্চিত থাকুন যে, স্টেপ গুলো ধারাবাহিক ভাবে ফলো না করলে এই ক্ষেত্রে সফলতা এসে আপনার দরজায় কড়া নাড়বে না।   Step 1:- নিশ নির্ধারণ। এটাই বেশির ভাগ নতুন অনলাইন মার্কেটার দের বিফলতার কারণ যে, তারা প্রথমেই SEO কিংবা Keyword Research এর উপর অধিক গুরুত্ব আরোপ করেন এবং প্রচুর সময় খরচ করে ফেলেন। যদিও এই বিসয়্গুলো সফলতার জন্য অপরিহার্য কিন্তু তার পরেও প্রথমেই এইগুলোর পিছনে বাড়তি সময় দেয়ার কোনো প্রয়োজন নাই। কারণ, Keyword Research কখনই একজন নতুন মার্কেটারকে প্রথমেই SELL এনে দিবেন, আর একজন নতুন মার্কেটারের নিকট সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো SELL. তাই প্রথমেই Keyword Research এর জন্য কোনো টুলস কিনার প্রয়োজন নাই। তবে যদি আপনি Keyword Research এ দক্ষ হয়ে থাকেন তবে আপনার সেই দক্ষতাকে নির্দিধায় আপনি এই ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। যাই হোক, অনেকেই মাসের পর মাস সময় নেন একটি ভালো নিশ সিলেক্ট করার জন্য। কিন্তু এই কথা তারা ভুলে যান যে, “ছয় মাস আগে যে লোক কাজ শুরু করেছে তার সেই পারফেক্ট নিশ টা নিয়ে আমি যদি ছয় মাস পর কাজ শুরু করি তাহলে আমার পক্ষে কখনই তাকে অতিক্রম করা সম্ভব হবে না”। তাই আমাদেরকে সঠিক সময়ে সঠিক নিশ সিলেক্ট করতে হবে। আর তাই সঠিক নিশ সিলেক্ট করার জন্য যে বিসয় গুলো মাথায় রাখতে হবে :   # এমন কোনো নিশ সিলেক্ট করা যাবেনা যার প্রডাক্ট গুলো সিজিনাল বা যে কোনো সময়ে Out Of Fashion হয়ে যেতে পারে।  # অবশ্যই এমন পণ্য সিলেক্ট করতে হবে Amazon এ যার দাম $৫০ থেকে $২০০ এর ভিতরে।   # ইলেকট্রনিক্স নিশ থেকে দুরে থাকতে হবে কারণ এর কমিশন রেট্ কম।   # এমন একটা নিশ বেছে নিতে হবে যার উপর আপনার ভালোলাগা বা ভালবাসা আছে।   # এমন একটা নিশ বেছে নিতে হবে যার ভিতর কমপক্ষে ২o টি পণ্য আছে।   # এমন একটা নিশ বেছে নিতে হবে যার Keyword গুলোর কম্পিটিশন জিরো নয়।   # এমন একটা নিশ বেছে নিতে হবে যার ক্যাটাগরী একেবারে সংকীর্ণ নয়।   # আর নিশের সাথে সঙ্গতিপূর্ণ একটি ডোমেইন খুঁজে রাখতে হবে।   আপনারা আপনাদের পছন্দের নিশ উপরের নিয়ম গুলো মাথায় রেখে খুঁজে বের করুন। আমি বেছে নিলাম TENT. আমি আরাম প্রিয় একজন মানুস। SEO Experts দের মতে এটি হয়ত খুবই কম্পিটিটিভ কিন্তু আমি কম্পিটিশন নিয়ে তেমনটা ভাবছিনা কারণ আমাদের ওয়েবসাইটকে আমরা প্রতিটা Keyword এর জন্য #1 এ নিয়ে আসার যুদ্ধে নামতে যাচ্ছিনা, আর এটা মাসে মাত্র $৩০০ উপার্জন করার জন্য অনিবার্য কোনো বিসয় ও নয়। আমাদের শুধু মাত্র কিছু TENT সেল করা দরকার যা আমাদের লক্ষ্য পূরণে আমাদেরকে সহায়তা করবে।   এবার আসি ডোমেইন এর কোথায়। অনেকেই মনে করেন যে, besttentreviews2016.com এই ধরনের ডোমেইন গুলো খুব ভালো। কিন্তু আমি মনে করি অন্য কিছু। আসলে এই ধরনের ডোমেইন গুলোকে দেখে Spammy মনে হয়। আমার কাছে মনে হয় staysafensecured.com এই ধরনের ডোমেইন গুলো আমার নিশের জন্য অনেক বেশি নির্ভরযোগ্য। তবে আবারও মনে করিয়ে দিচ্ছি যে, ডোমেইন নির্ধারণের জন্য খুব বেশি সময় খরচ করা যাবে না। Step 1 এর সমাপ্তি এখানেই। এখন আপনাদের কাজ নিশ খুঁজে বের করা।  

No comments:

Post a Comment