Saturday, 7 December 2019

লাল নীল দীপাবলি

আলালের ঘরের দুলালএর রচয়িতা কে প্যারীচাদ মিত্র। ২ কথোপকথনএর রচয়িতা কে উইলিয়াম কেরি। ৩ গাজিকালু ও চম্পাবতীকোন ধরনের সাহিত্য পুঁথি সাহিত্য। ৪ পুরষ্কারকার কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর ৫ বাঙলা’ ’বঙ্গ’ ’বাঙ্গালানামগুলো উৎপত্তির কাহিনী বয়ান করেছেন কে সম্রাট আকবরের সভারত্ন আবুল ফজল ৬ ভারততীর্থকার লেখা কবিতা রবিঠাকুর ৭ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটি কার রচনা ভারত চন্দ্র রায়গুণাকর ৮ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে দেবী অন্নদার কাছে এটি কার প্রার্থনা ঈশ্বরী পাটনি ৯ মন্ত্রের সাধন কিংবা শ্রীর পাতন নগর পুড়িলে দেবালয় কি এড়ায় কার রচিত ভারতচন্দ্র রায়গুণাকর ১০ যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণীন জানি কোন কাব্যের অন্তর্গত নূরনামা ১১ ১৮০০ শতকের আগে কবিতা গাওয়া হতো। কবিতা পড়ার বস্তু হয়ে দাঁড়ালো কোন কবির হাত ধরে মাইকেল মধুসূদন দত্ত ১২ আদি যুগে লোকজীবনের কথা বিধৃত সর্বপ্রথম সাহিত্যক নিদর্শন কোনটি ডাক খনার বচন। ১৩ আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত টপ্পাগান। ১৪ আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে উঃ ১৮০১ সাল থেকে। প্রস্তুতিপর্বঃ ১৮০০-১৮৬০ বিকাশপর্বঃ ১৮৬০-১৯০০ রবীন্দ্রপর্বঃ ১৯০০-১৯৩০ রবীন্দ্রোত্তরঃ ১৯৩০-১৯৪৭ ও বাংলাদেশঃ ১৯৪৭- ১৫ আধুনিক যুগ কোন সময় পর্যন্তু বিস্তৃত ১৮০১ সাল থেকে বর্তমান। ১৬ আধুনিক যুগের কোন প্রতিভাধর কবির হাত ধরে সনেট মহাকাব্য ট্রাজেডি এসেছে মাইকেল মধুসূদন দত্ত ১৭ আধুনিক যুগের শ্রেষ্ঠ প্রতিভু কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ১৮ আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান কোনটি গদ্য ১৯ আধুনিকের পন্ডিতগণের মতে নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি চর্যাগীতি কোষ। ২০ আব্দুল হাকিমের আটটি কাব্যের মধ্যে উল্লেখযোগ্যগুলোর নাম লিখুন। ইউসুফ-জোলেখা নূরনামা কারবালা শহরনামা

২১ আরাকান রাজ্যের শ্রেষ্ঠ কবি কে আলাওল ২২ আরাকান রাজ্যের সভাকবি কারা আলাওল মাগন ঠাকুর কাজি দৌলত ২৩ আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যেক ভাষার নাম কি বৈদিক ও সংস্কৃত ভাষা। ২৪ আলাওল কোন দশকের কবি সপ্তদশ ২৫ আলাওল কোন যুগের কবি মধ্য যুগের। ২৬ আলাওলের শ্রেষ্ঠ কাব্য কোনটি পদ্মাবতী ২৭ উনিশ শতকের নাট্য সাহিত্য ধারার অন্যতম রূপকার মাইকেল মধুসুদন দত্ত। ২৮ উনিশ শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে লালন শাহ। ২৯ এক অক্ষর কবিতাও না লিখে বাংলাসাহিত্যের ইতিহাস দখল করে আছেন কে শ্রী চৈতন্যদেব ৩০ কত সময় ধরে মঙ্গলকাব্য রচিত হয় প্রায় পাঁচশো বছর ৩১ কত সালে শ্রীরামপুর মিশনপ্রতিষ্ঠিত হয় ১৮০০ খ্রিষ্টাব্দে। ৩২ কত সালে ভারতবর্ষ তিন খন্ড হয় ১৯৪৭ ৩৩ কত সালে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য উদ্ধার করা হয় ১৯০৯ ৩৪ কবিকঙ্কন কার উপাধি ছিল তিনি কোথাকার কবি ছিলেন মকুন্দরাম চক্রবর্তী সিলিম্বাজ শহরের গোপীনাথ তালকের দামুন্যা গ্রামে ৩৫ কবীন্দ্রবচন সমুচ্চয় ও সদুক্তি কর্ণামৃত কাব্য কোন যুগে রচিত সেনযুগে। ৩৬ কাঙ্গাল হরিনাথ কখন আবির্ভূত হন উনিশ শতকের শেষার্ধে। ৩৭ কারা ফারসি ভাষায় ইউসুফ জোলেখা রচনা করেন ফেরদৌসি ও জামী ৩৮ কাশীরাম কোন সময়ের মধ্যে মহাভারত রচনা করেন ১৬০২-১৬১০ এর মধ্যে ৩৯ কীর্তিলতা পুরুষ পরীক্ষা বিভাগসার প্রভৃতি সাহিত্যকর্মের রচয়িতা কে মিথিলার কবি বিদ্যাপতি। ৪০ কৃত্তিবাসের জন্মস্থান কোথায় নদীয়ার ফুলিয়া গ্রামে

৪১ কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান উড়িষ্যা মৈথিলি ও আসামী লিপির উপর। ৪২ কোন গ্রন্থে প্রমাণিত হয় যে চর্যাপদ বাঙ্গালির বাঙলা ভাষার উৎপত্তি ও বিকাশ ১৯২৬ ৪৩ কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয় ব্যাকরণবিদ পানিনির হাতে। ৪৪ কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃত। ৪৫ কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন। ৪৬ কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রীঃ দিকে বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে জনসাধারন যে ভাষায় নিত্য নতুন কথা বলত। ৪৭ কোন ভাষাটি মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায় প্রাচীন ভারতীয় আর্যভাষা ৪৮ কোন ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ আর অন্যান্য বই লিখতেন পালি ভাষায় ৪৯ কোন যুগকে অবক্ষয়ের যুগ বলা হয় ১৭৬০-১৮৬০সাল পর্যন্ত। ৫০ কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয় সেন যুগে। ৫১ কোন যুগে বাংলা লিপির গঠনকার্য স্থায়ীরূপ লাভ করে প্রাচীন যুগে। ৫২ কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে ব্রাহ্মী লিপি। ৫৩ কোন শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল ষষ্ঠ- সপ্তদশ ৫৪ কোন শতকে বাংলাসাহিত্যের জন্ম দশম শতকের মাঝামাঝি ৫৫ কোন শতকে মুসলমানরা বাংলায় আসে তের শতক ১২০০-১২০৭ ৫৬ কোরআন শরীফ প্রথম বাংলায় অনুবাদ কে করেন ভাই গিরিশচন্দ্র সেন। ৫৭ কোরেশী মাগন ঠাকুর কাকে আশ্রয় দিয়েছিলেন আলাওল ৫৮ কোরেশী মাগন ঠাকুরের রচনা কোনটি চন্দ্রাবতী ৫৯ খ্রিষ্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন পাওয়া যায় সম্রাট অশোক। ৬০ গীত গোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি জয়দেব।

৬১ গীতি কাব্যের রচয়িতা কে গোবিন্দ্রচন্দ্র দাস। ৬২ গৌড়ের প্রতিদ্বন্দী ছিল কোন জনপদ বঙ্গ ৬৩ চন্ডীদাস কোন যুগের কবি মধ্যযুগের। ৬৪ চন্ডীদাস সমস্যা কি বাংলা সাহিত্য একাধিক পদকর্তা নিজেকে চন্ডীদাস পরিচয় দিয়ে যে স মস্যা সৃষ্টি করেছেন তাই চন্ডীদাস সমস্যা । ৬৫ চন্ডীমঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন। মাণিক দত্ত দ্বিজ মাধব মকুন্দরাম চক্রবর্তী দ্বিজ রামদেব ভারতচন্দ্র রায় গুণাকর ৬৬ চন্ডীমঙ্গলকাব্যের দুজন সেরা কবি কে কে ভারতচন্দ্র রায় গুণাকর মকুন্দরাম চক্রব্রর্তী ৬৭ চর্যা সংগ্রহটিতে সর্বসমেত কয়টি চর্যাগীতি ছিল ৫১ টি। ৬৮ চর্যাগীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল ১৯১৬ সালে। ৬৯ চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে কে করেন কোথা থেকে ১৯০৭ পন্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ৭০ চর্যাপদ কিসের সংকলন কবিতা বা গানের সংকলন ৭১ চর্যাপদ কোথায় পাওয়া যায় নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে। ৭২ চর্যাপদ কোন ছন্দে রচিত মাত্রাবৃত্তে ছন্দে। ৭৩ চর্যাপদ কোন ভাষায় রচিত হয় বঙ্গকামরুপী ভাষায়। ৭৪ চর্যাপদ কোন যুগের নিদর্শন আদি প্রাচীন যুগ। ৭৫ চর্যাপদ কোন সময়ে রচিত হয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে। ৭৬ চর্যাপদ যে বাঙ্গালির একথা প্রমাণ করে ছাড়েন কে ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায় ৭৭ চর্যাপদ রচনা করেন কারা বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। ৭৮ চর্যাপদের ঢং এ আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন রবি ঠাকুর ৭৯ চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিস্কার করেন ডঃ প্রবোধচন্দ্র বাগচী। ৮০ চর্যাপদের পদগুলো কোন কোন ভাষায় রচিত বলে দাবি করা হয় বাংলা হিন্দী মৈথিলী অসমীয় ও উড়িয়া ভাষায়।

৮১ চর্যাপদের পুঁথি নেপালে যাবার কারন কি তুর্কী আক্রমনকারীদের ভয়ে পন্ডিতগণ তাদের পুুথি নিয়ে নেপালে পালিয়ে গিয়ে শরনার্থী হয়েছিলেন। ৮২ চর্যাপদের পুঁথিকে কোথা কে এবং কখন আবিস্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭। ৮৩ চর্যাপদের প্রতিপাদ্য বিষয় কি চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয় বৌদ্ধ সহজিয়া সিদ্ধাদের গুহ্য সাধনতত্ত্ব এবং তৎকালীন সমাজ ও জীবনের পরিচয়। ৮৪ চর্যাপদের ভাষা কে কি নাম দেওয়া হয়েছে সান্ধ্য আলো আঁধারির ভাষা ৮৫ চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যয়। ৮৬ চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয় পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার। ৮৭ চর্যাপদের মোট কতটি পদ উদ্ধার করা হয়েছিলো সাড়ে ছেচল্লিশটি ৮৮ চর্যাপদের মোট কবি কতজন ২৪ জন ৮৯ চর্যাপদের রচনা কাল কত সপ্তম -দ্বাদশ শতাব্দী। ৯০ চর্যাপদের রচনাকাল ৯৫০-১২০০ ৯১ চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন শবরীপা ৯২ চর্যাপদের সর্বাধিক পদ রচয়িরা কাহ্নপার অন্যনাম কি কৃষ্ণাচার্য ৯৩ চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্য বইদুটির নাম কি দোহাকোষ ও ডাকার্ণব ৯৪ চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশে পাওয়া যায় নি ২৩ সংখ্যক পদ। ৯৫ চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয় নি ১১ সংখ্যক পদ। ৯৬ চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূর্ন পাওয়া যায় নি ২৪ ২৫ ৪৮ সংখ্যক পদ। ৯৭ চাঁদসওদাগর কতদিন ঘরহারা ছিলেন ১২ বছর ৯৮ চৈতন্য পরবর্তী যুগ বা মধ্যযুগের শেষ কবি কে ভারতচন্দ্র রায় গুনাকর। ৯৯ চৈতন্যচরিতামৃত কার লেখা কৃষ্ণদাস কবিরাজ ১০০ চৈতন্যদেবের আসল নাম ও ডাক নাম কি ছিল বিশ্বম্ভর নিমাই

১০১ চৈতন্যদেবের জন্মস্থান মৃত্যুস্থান লিখুন। নবদ্বীপ পুরী ১০২ চৈতন্যদেবের জীবনকাল লিখুন। ১৪৮৬-১৫৩৩ repeated ১০৩ চৈতন্যদেবের জীবনী হিসেবে সবচেয়ে বিখ্যাত রচনা কোনটি কে রচনা করেন চৈতন্যচরিতামৃত ১০৪ ছোটগল্পের আরম্ভে ও উপসংহারে কোন গুনটি প্রধান নাটকীয়তা । ১০৫ জার্মান ভাষায় বাইবেল অনুবাদ রচনা করেছিলেন কে মার্টিন লুথার ১০৬ টপ্পা গানের জনক কে নিধুবাবু রামনিধি গুপ্ত । ১০৭ টীকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কি আশ্চর্য চর্যাচয়। ১০৮ ড মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল পাঁচ হাজার বছর। ১০৯ ড মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃৃত ছিল ৬৫০-১২০০ সাল পর্যন্তু। ১১০ ড মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে গৌড় অপভ্রংশ থেকে। ১১১ ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যয় কবে চর্যাপদে ভাষা বাংলা বলে প্রমান করেন ১৯২৬ সালে। ১১২ ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি নীল দর্পন। ১১৩ তিনি কার রাজত্বকালে কাব্যরচনা করেন কোন কাব্য সুলতান গিয়াসউদ্দিন আযম শাহ ইউসুফ-জোলেখা ১১৪ দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য কোনরূপে ছিল পদ্যরূপে ১১৫ দেবতাদের কাছে মঙ্গল কামনা করা হয় কোন কাব্যে মঙ্গলকাব্য ১১৬ দেবী অন্নদা কার খেয়ানৌকায় নদী পার হয় ঈশ্বরী পাটনি ১১৭ ধনপতি লহনা কিসের কাহিনী চন্ডীমঙ্গল ১১৮ ধর্ম মঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন। ময়ুরভট্ট মানিকরাম রূপরাম সীতারাম ঘনরাম ১১৯ নসিহতনামা কার রচনা আফজল আলী ১২০ নৃ্তাত্ত্বিকদের মতে বাঙালি পূর্বপুরুষ কারা সিংহলের ভেড্ডারা

১২১ নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলির কি নাম দেযা হয়েছে চর্যাচর্য বিনিশ্চয়। ১২২ পরাগল খান কাকে দিয়ে আংশিকভাবে মহাভারত রচনা করান কবীন্দ্র পরমেশ্বর ১২৩ পরাগল খানের ছেলের নাম কি ছুটি খান ১২৪ পাঠান শাসনামলে কোন নামে বাংলার সব জনপদ এক হয় বঙ্গ ১২৫ পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন সংস্কৃত ভাষা। ১২৬ পানিনি রচিত গ্রন্থের নাম কি ব্যাকরণ অষ্টাধয়ী। ১২৭ পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি কে ফকির গরিবুল্লাহ। ১২৮ প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি অপভ্রংশ। ১২৯ প্রাচীন বাংলা ভাষার কয়টি স্তর ও কী কী তিনটি প্রাচীন যুগের বাংলা ভাষা মধ্য যুগের বাংলা ভাষা আধুনিক যুগের বাংলা ভাষা ১৩০ প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি তিনটি। ১৩১ প্রাচীন ভারতীয় আর্যভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয় পালি ১৩২ প্রাচীন ভারতীয় আর্যভাষা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয়। এই ক্রমবিকাশের ধারায় পর্যায়ক্রমে আর কোন দুটি ভাষা ছিল পালি প্রাকৃত ১৩৩ প্রাচীন হিন্দি ভাষার মহাকবি কে তার কাব্যের নাম কি মালিক মুহম্মদ জায়সি ১৩৪ ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন উইলিয়াম কেরি ১৩৫ বঙ্গ আল বাঙ্গাল এই আলঅংশটুকু কোন প্রসঙ্গে এসেছে জমির আল সীমানা বাঁধ ১৩৬ বড়চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন বসন্তরঞ্জন রায় ১৯০৯। ১৩৭ বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে খ্রিঃ দশম ও একাদশ শতাব্দীর মধ্যে। ১৩৮ বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়। ১৩৯ বাংলা গদ্য সাহিত্য কখন শুরু হয় আধুনিক যুগে। ১৪০ বাংলা গদ্যর উৎপত্তি কখন আঠার শতকে।

১৪১ বাংলা গদ্যের আবির্ভাব কোন শতকে সালে ঘটে ১৮০০ সালের পর থেকে ১৪২ বাংলা গদ্যের জনক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ১৪৩ বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে- সাময়ীক পত্র। ১৪৪ বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভদ ঘটেছে সিংহলী শ্যামী নবদ্বীপি তিব্বতী ইত্যাদি। ১৪৫ বাংলা ভাষা ও সাহিত্যর প্রাচীনতম শাখা কোনটি কাব্য। ১৪৬ বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী। ১৪৭ বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর ইন্দ-ইউরোপীয় গোষ্ঠীর। ১৪৮ বাংলা ভাষা সাহিত্যের প্রাচীন মধ্য আধুনিক যুগের ব্যাপ্তিকাল লিখুন। ৯৫০-১২০০ ১৩৫০-১৮০০ ১৮০০-বর্তমান ১৪৯ বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক কোনটি কুলীনকুল সর্বস্ব। ১৫০ বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন কাশীরাম দাস। ১৫১ বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ও নাট্যকার কে ভদ্রার্জুন- তারাচরণ সিকদার। ১৫২ বাংলা ভাষায় রামায়ন কে অনুবাদ করেন কৃত্তিবাস। ১৫৩ বাংলা ভাষার আদি কবি কানা হরিদত্ত। ১৫৪ বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি শ্রীকৃষ্ণকীর্তন কাব্য। ১৫৫ বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে সপ্তম শতাব্দী। ১৫৬ বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে। ১৫৭ বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা বৈদিক ভাষা। ১৫৮ বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার মুন্ডা ভাষার। ১৫৯ বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে কুটিল লিপি। ১৬০ বাংলা সনেটের জনক কে মাইকেল মধুসূদন দত্ত।

১৬১ বাংলা সাহিত্য কথ্যরীতির প্রবর্তক কে প্রমথ চৌধুরী। ১৬২ বাংলা সাহিত্য ছোটগল্পের প্রকৃত জনক রবীন্দ্রনাথ ঠাকুর। ১৬৩ বাংলা সাহিত্যর আধুনিক যুগের সময়কাল কয়পর্বে বিভক্ত ও কি কি চারটি পর্বে বিভক্ত। যেমন- ১ প্রস্তুতি পর্ব ১৮০১-১৮০৫ খ্রিঃ ২ বিকাশ পর্ব ১৮৫১-১৯০০ খ্রিঃ ৩.রবীন্দ্র পর্ব ১৯০১-১৯৪০ খ্রিঃ ও ৪.অতি-আধুনিক যুগ ১৯০১ বর্তমান কালসীমা । ১৬৪ বাংলা সাহিত্যর প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি কৃষ্ণকুমারী। ১৬৫ বাংলা সাহিত্যর প্রথম সার্থক নাট্যকার কে মাইকেল মধুসুদন দত্ত। ১৬৬ বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার প্রথম কবি বিহারীলাল চক্রবর্তী। ১৬৭ বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার অন্যতম মহাকবি মাইকেল মধুসুদন দত্ত। ১৬৮ বাংলা সাহিত্যে স্বীকৃত চন্ডীদাস কয়জন তিনজন। বড়ু চন্ডিদাস দীন চন্ডিদাস এবং দ্বীজ চন্ডিদাস। ১৬৯ বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টি যুগে ভাগ করা তিনটি। প্রাচীন যুগ মধ্যযুগ ও অধুনিক যুগ ১৭০ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি প্যারীচাঁদ মিত্রর আলালের ঘরের দুলাল ১৭১ বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডির নাম কি কৃষ্ণকুমারী ১৭২ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি চর্যাপদ। ১৭৩ বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কি মেঘনাদবধ কাব্য ১৭৪ বাংলা সাহিত্যের প্রথম মূদ্রিত গ্রন্থ কোনটি কথোপকথন। ১৭৫ বাংলা সাহিত্যের ফসলশূন্য সময় কোনটি ১২০০-১৩৫০ অন্ধকারযুগ ১৭৬ বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নির্দশন কি শ্রীকৃষ্ণ কীর্তন। ১৭৭ বাংলাদেশের লোক সাহিত্যের বিখ্যাত গবেষক কে আশরাফ সিদ্দিকী। ১৭৮ বাংলাভাষায় একটি কবিতাও না লিখে বাংলা ভাষার কবি হয়ে আছেন কে বিদ্যাপতি ১৭৯ বাংলাভাষায় প্রথম মুসলমান কবি কে ছিলেন শাহ মুহম্মদ সগীর ১৮০ বাংলাভাষার প্রথম মহাকবি কে বড়ু চন্ডীদাস

১৮১ বাংলার প্রথম মুদ্রন প্রতিষ্ঠানের নাম কি শ্রীরামপুর মিশন। ১৮২ বাংলাসাহিত্য কত বছর ধরে রচিত হচ্ছে হাজার বছরের ও বেশি সময় ১৮৩ বাংলাসাহিত্যের জন্মলগ্নে কোন ভাষা টি সমাজের উঁচু শ্রেণীর ভাষা ছিল সংস্কৃত ১৮৪ বাংলাসাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ গ্রন্থ কোনটি চর্যাপদ ১৮৫ বাংলাসাহিত্যের মধ্যযুগে কোন সমস্যাটি বিদ্যমান চন্ডীদাস ১৮৬ বাঙালি রক্তধারায় কোন কোন জাতির রক্ত মিশে আছে ভেড্ডা মঙ্গোলীয় ইন্দো-আর্য শক ১৮৭ বিদ্যাপতি কোন রাজ্যের সভাকবি ছিলেন রাজা শিবসিংহের রাজধানী মিথিলা ১৮৮ বিদ্যাপতির কি কি উপাধি ছিল কবিকণ্ঠহার মৈথিলি কোকিল অভিনব জয়দেব নব কবি শেখর ১৮৯ বিষাদসিন্ধু কোন যুগের গ্রন্থ আধুনিক যুগের। ১৯০ বেহুলার বাড়ি কই ছিল উজানিনগর ১৯১ বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি প্রাচীন ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য। ১৯২ বৈষ্ণব কবিতার চার মহাকবির নাম লিখুন। বিদ্যাপতি চন্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস ১৯৩ বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে বড়ু চন্ডিদাস। ১৯৪ বৈষ্ণবদের মতে রস কত প্রকার কি কি পাঁচ। শান্ত দাস্য বাৎসল্য সখ্য মধুর ১৯৫ ব্রজবুলি কোন স্থানের উপভাষা মিথিলার উপভাষা । ১৯৬ ব্রজবুলি ভাষা কোন জাতীয় ভাষা মৈথলী এবং বাংলা ভাষার মিশ্রনে যে ভাষার সৃষ্টি হয়। ১৯৭ ব্রজবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথের রচনা কোনটি ভা্নুসিংহের পদাবলী ১৯৮ ব্রজবুলি ভাষার বিখ্যাত সাহিত্যিকের শ্রেষ্ঠ কবি নাম কি বিদ্যাপতি এবং জয়দেব। ১৯৯ ব্রজবুলী ভাষার উদ্ভব কখন হয় কবি বিদ্যাপতি যখন মৈথিল ভাষায় রাধাকৃষ্ণ লীলার গীতসমূহ রচনা করেন। ২০০ ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি খরোষ্ঠী লিপি।

২০১ ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্নমালা থেকে বাংলা বর্নমালার উৎপত্তি পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে। ২০২ ভারতচন্দ্র রায়গুণাকর কোথায় জন্মগ্রহণ করেন বর্ধমানের বর্তমানের হাওড়া পেঁড়োবসন্তপুর বা পান্ডুয়া গ্রামে আনু্মানিক ১৭১২ ২০৩ ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন নবদ্বীপ ২০৪ ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ ও কি কি ৩টি অন্নদামঙ্গল বিদ্যাসুন্দর ভবানন্দ-মান্সিং কাহিনী ২০৫ ভারতচন্দ্র রায়গুণাকরের বিখ্যাত কাব্য কোনটি যা দুশো বছর ধরে আলোড়ন জাগিয়ে যাচ্ছে বিদ্যাসুন্দর ২০৬ ভারতচন্দ্রকে রায়গুনাকরউপাধি দেন কে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র ২০৭ ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায় প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে। ২০৮ ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কি কি দুইটি ক খরোষ্ঠী খ বাহ্মী। ২০৯ ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা বলে ব্রাহ্মী লিপি। ২১০ ভাষা কী মেনে চলে নিয়ম কানুন ২১১ মঙ্গলকাব্যকে অপাঠ্য বলেছেন আধুনিক কোন কবি সুধীন্দ্রনাথ দত্ত ২১২ মঙ্গলকাব্যর ধারার অন্যতম কবি মুকুন্দরাম ২১৩ মধ্য যুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃৃত ছিল ১২০১-১৮০০ সাল পর্যন্তু। ২১৪ মধ্যযুগের অন্যতম সাহিত্য নিদর্শন কি পদ্মাবতী ও অন্নদামঙ্গল। ২১৫ মধ্যযুগের অবসান ঘটে কখন ঈশ্বর গুপ্তের মৃত্যুর সঙ্গে। ২১৬ মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবি কে দৌলত কাজী ২১৭ মধ্যযুগের কবিতায় কি প্রকাশ পেত ধর্ম ২১৮ মধ্যযুগের কোন ভাষায় রবীন্দ্রনাথ কবিতা রচনা করেছেন ব্রজবুলি ২১৯ মধ্যযুগের প্রধান কাব্যধারার নাম মঙ্গলকাব্য ২২০ মধ্যযুগের বলিষ্ঠ আত্মবিশ্বাসী প্রতিবাদী পুরুষ কে চাঁদসওদাগর

২২১ মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে মুকুন্দরাম চক্রবর্তী। ২২২ মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলি ২২৩ মধ্যযুুগের বাংলা সাহিত্যর প্রধান দুটি ধারা কি ১। কাহিনীমূলক ও ২। গীতিমূলক। ২২৪ মনসা মঙ্গলকাব্যের দুজন সেরা কবি কে কে বিজয়গুপ্ত বংশীদাস ২২৫ মনসামঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন। হরি দত্ত নারায়ণ দেব বিজয় গুপ্ত বিপ্রদাস ২২৬ মহাভারত ও রামায়ণ কে লিখেন বাল্মীকি বেদব্যাস ২২৭ মহাভারত ও রামায়ণ বাংলায় কারা অনুবাদ করেন কাশীরাম দাস কৃত্তিবাস ২২৮ মহাভারতের আদি রচয়িতা কে বেদব্যাস। ২২৯ মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুটি কি একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়ে রোঁ ২৩০ মাগন ঠাকুরের অনুরোধে আলাওল কোনটি অনুবাদ করেন পদ্মাবতী ২৩১ মালাধরবসুর রচনা কোনটি শ্রীকৃষ্ণবিজয় ২৩২ মিথিলার রাজা বিদ্যাপতিকে কোন উপাধি দেন কবিকণ্ঠহার ২৩৩ মীর মোশাররফ সাহিত্য ক্ষেত্রে আবির্ভূত হন উনিশ শতকের শেষার্ধে। ২৩৪ মুরারি শীল ভাড়ুদত্ত কলিঙ্গের রাজা কিসের চরিত্র চন্ডীমঙ্গল ২৩৫ মুসলমানরা কাকে পরাজিত করে বাংলায় আসে লক্ষ্মণ সেন ২৩৬ যুগ সন্ধিক্ষনের কবি কে ঈশ্বরচন্দ্র দত্ত। ২৩৭ রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্মাতেন তাহলে তিনি কি হয়ে জন্মগ্রহন করতেন বৈষ্ণব কবি ২৩৮ রসুলবিজয় ও বিদ্যাসুন্দর কার রচনা সাবিরিদ খান ২৩৯ রাজা লক্ষন সেনের রাজসভার পঞ্চরত কে কে ছিলেন উমাপতিধর শরণ ধোয়ী গোবর্ধন আচার্য ও জয়দেব। ২৪০ রাধা ও কৃষ্ণ কিসের প্রতীক মানবাত্মা পরমাত্মা

২৪১ রামরাম বসু কে ছিলেন উইলিয়াম কেরির সহযোগী ২৪২ রামায়নের আদি রচয়িতা কে কবি বাল্মীকি। ২৪৩ রূপকথা কে সংগ্রহ করেছিলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ২৪৪ রোমান্টিক প্রণয় উপখ্যান ধারার অন্যতম গ্রন্থ ইউসূফ- জুলেখা শাহ মুহাম্মদ সগীর ২৪৫ লক্ষ্মণ সেন কোন অঞ্চের রাজা ছিলেন নবদ্বীপ ২৪৬ লখিন্দর কার পুত্র কার স্বামী ছিলেন চাঁদসওদাগর সনকা বেহুলা ২৪৭ লাইলি মজনু বাংলা অনুবাদ করেন কে বাহরাম খান ২৪৮ শশাঙ্ক ও পাল রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন গৌড়াধিপতি ২৪৯ শ্রী চৈতন্যর নামানুসারে মধ্যযুগের বিভাজন কিরূপ চৈতন্য পূর্ববর্তী যুগ ১২০১-১৫০০ খ্রিঃ চৈতন্য যুগ ১৫০১-১৬০০ ও চৈতন্য পরবর্তী যুগ ১৬০১-১৮০০ ২৫০ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয় পশ্চিম বঙ্গের বাকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ীর গোয়ালঘর থেকে উদ্ধার করেন। ২৫১ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন যুগের নিদর্শন চৈতন্যপূর্ব যুগ। ২৫২ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কার রচনা বড়ু চন্ডীদাস ২৫৩ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে উদ্ধার করেন বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ২৫৪ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন জায়গা থেকে উদ্ধার করা হয় বাঁকুড়ার এক গোয়ালঘর থেকে ২৫৫ শ্রীকৃষ্ণবিজয়ের অপর নাম কি ভগবত ২৫৬ শ্রীচৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন বৈষ্ণব ধর্ম ২৫৭ শ্রীচৈতন্যদেবের জীবনকাল লিখুন। ১৪৮৬-১৫৩৩ ২৫৮ ষোড়শ শতকে্র মধুমালতী কার লেখা মহম্মদ কবির ২৫৯ সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয় খ্রিষ্টপূর্ব ৪০০ দিকে। ২৬০ সংস্কৃত ভাষায় রচিতপুরুষপরীক্ষাকার রচনা বিদ্যাপতি

২৬১ সংস্কৃত ভাষার অপর নাম কী প্রাচীন ভারতীয় আর্যভাষা ২৬২ সনকা কার পূজা করত দেবীচন্ডী ২৬৩ সনকা কার স্ত্রী চাঁদসওদাগর ২৬৪ সনেটের জনক কে ইটালীর পেত্রার্ক ২৬৫ সন্ধ্যার কুহেলিকা কার পঙতিতে পঙতিতে ছড়ানো চর্যাপদ ২৬৬ সবচেয়ে বেশী পদ কে রচনা করেছেন কাহ্নপা-১৩ টি। ২৬৭ সর্বসমেত কয়টি চর্যাগীতি পাওয়া গিয়েছে সাড়ে ছেচল্লিশটি। ২৬৮ সীতাচরিত কার লেখা লোকনাথ দাস ২৬৯ সুনিতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভর কোন অপভ্রংশ থেকে কোন সময় কালে পূর্ব ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ এবং খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়। ২৭০ সেকান্দর নামা ও হপ্তপয়করের মূল লেখক কে কবি নিজামী ২৭১ সৈয়দ সুলতানের রচনাগুলি লিখুন। নবীবংশ শবেমিরাজ রসুল বিজয় ওফাতে রসুল জয়কুম রাজার লড়াই ইবলিশনামা জ্ঞানচৌতিশা জ্ঞানপ্রদীপ ২৭২ স্বর্গের ধোপানীর নাম কি নেতা ২৭৩ স্বর্ণগোধিকা কি গুইসাপ ২৭৪ স্বর্ণগোধিকার বেশে কে মর্ত্যে আসে দেবীচন্ডী ২৭৫ হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা বাংলা ও ইংরেজী কত সালে প্রকাশিত হয় ১৩২৩ ১৯১৬ ২৭৬ হানিফা ও কয়রা পরী কার রচনা সাবিরিদ খান

No comments:

Post a Comment